সিথ্রিইআর পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই বসন্তের রঙিন শুভেচ্ছা।

আমরা এবার এক ভিন্ন আঙ্গিকে বসন্তের আগমনকে আনন্দের সাথে পালন করেছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে একটি প্রাণবন্ত “বসন্ত উৎসব” আয়োজনের সাথে যুক্ত হয়ে। ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর জনাব সৈয়দ মাহফুজুল আজিজ স্যার এর আমন্ত্রনে, নানা অনুষদ ও কর্মকর্তাবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উদযাপিত হয়। সকাল সাড়ে ১০টায় সবাই বিশ্ববিদ্যালয়ের ছাদের সবুজ লনে জড়ো হয়ে রঙিন সাজসজ্জা এবং পোশাকের সাথে সবাই পহেলা ফাল্গুনকে বরণ করে। এর-ই সাথে ছিল শীতকালীন পিঠা উৎসব ও নানা সাংস্কৃতিক আয়োজন; যা উপস্থিত সকলের হৃদয়কে উষ্ণ করে তোলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top