আমরা এবার এক ভিন্ন আঙ্গিকে বসন্তের আগমনকে আনন্দের সাথে পালন করেছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে একটি প্রাণবন্ত “বসন্ত উৎসব” আয়োজনের সাথে যুক্ত হয়ে। ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর জনাব সৈয়দ মাহফুজুল আজিজ স্যার এর আমন্ত্রনে, নানা অনুষদ ও কর্মকর্তাবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উদযাপিত হয়। সকাল সাড়ে ১০টায় সবাই বিশ্ববিদ্যালয়ের ছাদের সবুজ লনে জড়ো হয়ে রঙিন সাজসজ্জা এবং পোশাকের সাথে সবাই পহেলা ফাল্গুনকে বরণ করে। এর-ই সাথে ছিল শীতকালীন পিঠা উৎসব ও নানা সাংস্কৃতিক আয়োজন; যা উপস্থিত সকলের হৃদয়কে উষ্ণ করে তোলে।